Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন রাজার রাজমুকুট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:০৪ এএম

মালয়েশিয়ার নতুন রাজার রাজমুকুট

রাজমুকুট গ্রহণের পর মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আহমাদ শাহ। ছবি: এএফপি

নতুন রাজা হিসেবে শপথ ও রাজমুকুট গ্রহণ করেছেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আহমাদ শাহ। বৃহস্পতিবার কুয়ালালামপুরের রাজপ্রাসাদে শপথ নেন নতুন রাজা। শপথ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

রাজমুকুট গ্রহণের পূর্বে নতুন রাজা সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে অংশ নেন । এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।খবর ডন।

আকস্মিক ঘোষণায় পঞ্চম সুলতান মোহাম্মদের পদত্যাগের পর সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহকে নতুন রাজা হিসেবে নির্বাচিত করে মালয়েশিয়ার রাজপরিবার । রাজা নির্বাচিত হওয়ার পূর্বে সুলতান আবদুল্লাহ প্যাহাং রাজ্যের শাসক ছিলেন। অভিষেকের মাধ্যমে ৫৯ বছর বয়সী সুলতান আব্দুল্লাহ আগামী পাঁচ বছরের জন্য সিংহাসনের অধিকারী হলেন।

গত নভেম্বরে দুই মাসের চিকিৎসা ছুটি নেন সুলতান মোহাম্মদ পঞ্চম। ২ নভেম্বর ছুটি  শুরু হওয়ার কয়েক দিনের মাথায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ‘মিস মস্কো’র সঙ্গে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে মস্কোতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। তবে এ  বিয়ের ব্যাপারেও  আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিজের বিয়ে বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সুলতান। নীরব ভূমিকায় রয়েছে রাজপ্রাসাদও। মেয়াদ শেষ হওয়ার আগে রাজসিংহাসন  ছেড়ে দেওয়ার ঘটনা মালয়েশিয়ার ইতিহাসে এটিই প্রথম। 

ব্রিটেনের ‘ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টারি সিস্টেম’ এ চালিত মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। ১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশের কবলমুক্ত হওয়ার পর দেশটির রাজ্যগুলোর অস্তিত্ব বিলোপ করে ৯ মালয় রাজ্যের রাজার সমন্বয়ে গঠন করা হয় ‘কাউন্সিল অব রুলারস’। এই কাউন্সিলের সদস্যরাই নিজেদের ভোটে পর্যায়ক্রমে একেকজনকে রাজা নির্বাচিত করেন। পাঁচ বছর করে দায়িত্ব পালন করেন প্রত্যেক রাজা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম