পুতিন আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন: মাদুরো
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:১২ এএম
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বলেছেন, তার দেশকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব দিক দিয়ে সহায়তা দিচ্ছেন। কাজেই রাশিয়ার কাছে কারাকাস কৃতজ্ঞ।
তিনি বলেন, পুতিন আমাদের সব ধরনের সহায়তা দিচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞচিত্তে সব সহযোগিতা গ্রহণ করছি।
এর আগে মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র এর মাধ্যমে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে।
গত ২৩ জানুয়ারি সরকার মাদুরোবিরোধী এক জনসমাবেশে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন।
এর পর ওই দিনই যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ তাকে স্বীকৃতি দেয়।
অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোও গুইদোর প্রতি সমর্থন জানিয়ে ভেনিজুয়েলায় নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে রাশিয়া, চীন ও তুরস্ক মাদুরোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে।