Logo
Logo
×

আন্তর্জাতিক

দেড় বছরের মধ্যে আফগান ছাড়বে বিদেশি সেনারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১২:১২ পিএম

দেড় বছরের মধ্যে আফগান ছাড়বে বিদেশি সেনারা

কাতারে ছয়দিন ধরে আলোচনার পর যুক্তরাষ্ট্রের দূত কাবুল যাচ্ছেন। তালিবানদের সঙ্গে আলোচনায় খুলবে আফগান সংকট অবসানের পথ।

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের তালিবান প্রতিনিধিদের মধ্যে আলোচনায় দেশটির সতের বছর ধরে চলা সংকটের অবসানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দূত।
আফগানিস্তান থেকে দেড় বছরের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা। খবর বিবিসি ও রয়টার্সের।

আফগানিস্তানে দীর্ঘ ১৭ বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে ছয়দিন দিন ধরে আলোচনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কর্মকর্তা আরও জানান, চুক্তির ১৮ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করবে।

তালেবান কর্মকর্তা এ তথ্য জানালেও যুক্তরাষ্ট্র এবং তালেবান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।

আফগান তালেবানের নতুন রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদার শনিবার কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যোগ দেন। আর ওই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে চলা আলোচনায় যোগ দেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম