Logo
Logo
×

আন্তর্জাতিক

দ. চীন সাগর নিয়ন্ত্রণে দূর পাল্লার কামান বানাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৮:৩০ পিএম

দ. চীন সাগর নিয়ন্ত্রণে দূর পাল্লার কামান বানাচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে চলমান টানাপড়েনের মধ্যে মার্কিন সেনাবাহিনী ১০০০ মাইল পাল্লার কামান তৈরির কাজ করছে।

দুদেশের মধ্যে যুদ্ধে রূপ নিলে চীনা যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিতে এমন মহাকামান ব্যবহার করা সম্ভব হবে বলে মার্কিন সেনাকর্মকর্তারা ধারণা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ তথ্য দিয়েছেন।  

তিনি বলেন, সম্প্রসারিত-পাল্লার কামান  বা ইআরসিএ নিয়ে মার্কিন সেনাবাহিনী পরীক্ষা-নিরীক্ষা করছে।  পদাতিক বাহিনীকে সমর্থন যোগানোর জন্য মহাকামান দিয়ে কৌশলগত হামলা চালানো যাবে। 

প্রাচীনকালের যুদ্ধে বর্শা কেন ব্যবহৃত হতো তার ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন, অপরপক্ষের হাতে তরবারি আছে বলেই বর্শা ব্যবহার হতো। 

এদিকে,  তরবারির পাল্লাকে সীমিত করে দিয়েছিলে বর্শা আর সে কারণেই তখন দূর থেকে নিক্ষেপযোগ্য গুলতি জাতীয় অস্ত্রের উদ্ভব ঘটেছিল বলে জানান তিনি।

নিজে আক্রান্ত না হয়ে শত্রুর ওপর হামলার কথাই যুদ্ধের সময়ে ভাবা হয় বলে উল্লেখ করেন তিনি। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম