প্রিয়াংকা গান্ধী। ফাইল ছবি
লোকসভা নির্বাচনের আগে প্রিয়াংকা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে এনে চমক দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। গত বুধবার তাকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ১২ জানুয়ারি জন্ম প্রিয়াংকা গান্ধীর।
দিল্লির বিখ্যাত মর্ডান স্কুলে লেখাপড়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জিএসএস অ্যান্ড মেরি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
তবে প্রিয়াংকা গান্ধী ২০১০ সালে বৌদ্ধ ধর্ম শিক্ষায় মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। আর এ কারণেই তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট।
১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি প্রিয়াংকা তার ছোটবেলার বন্ধু রবার্ট ভদ্রকে বিয়ে করেন। রবার্ট দিল্লির সুপরিচিত ব্যবসায়ী। ছেলে রোহান আর মেয়ে মিরায়াকে নিয়ে তাদের সংসার।
রাহুল গান্ধীর চেয়ে দুই বছরের ছোট প্রিয়াংকা সাধারণ মানুষের কাছে ইন্দিরা গান্ধীর দ্বিতীয় রুপ। দাদির মতোই ছোট চুল, খাঁড়া নাক।
স্বল্পভাষী প্রিয়াংকা মাত্র ১৬ বছর বয়সে প্রথম রাজনৈতিক বক্তব্য দেন। তিনি আমেথি আর রায়বারেলিতে নির্বাচনী প্রচারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
প্রিয়াংকা বই পড়তে, রান্না করতে এবং ছবি তুলতে ভালোবাসেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার শুদ্ধ হিন্দি উচ্চারণের পেছনে অমিতাভ বচ্চনের মা তেজী বচ্চনের কৃতিত্ব অনেক।