Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্ত ভ্রমণ মৌসুমে ওয়াশিংটন এখন ভুতুড়ে নগরী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৪:২২ পিএম

শান্ত ভ্রমণ মৌসুমে ওয়াশিংটন এখন ভুতুড়ে নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এখন বলতে গেলে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। আর করবেই বা না কেন, দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থায় অনেক হোটেলই ফাঁকা পড়ে আছে। পর্যটন ব্যবসায়ীরাও অন্ধকার দেখছেন।

রেস্তোরাঁ খোলা রাখতে ভাবা হচ্ছে ঋণের কথা। পর্যটন কোম্পানিগুলোতেও ফোন বাজছে না আগের মতো। যদিও জানুয়ারির এ সময়ে সেখানে পর্যটকদের খুব একটা আনাগোনা থাকে না।

মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গত চার সপ্তাহ ধরে আংশিক অচলাবস্থা চলছে। এতে ফাঁকা হয়ে গেছে দেশটির রাজধানী। পর্যটক কমে যাওয়ায় ব্যবসায়ীদেরও মাথায় হাত।

দেশটির ইতিহাসের অনেক ঘটনা সাক্ষী হয়ে আছে ওয়াশিংটন। আর এসব দেখতে বছরে দুই কোটিরও বেশি পর্যটক আসেন এখানে।

তারা ওয়াশিংটনের স্মিথসনিয়ান জাদুঘর, স্মৃতিসৌধ, ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন।

কিন্তু এবার তাতে বাঁধ সেধেছে দীর্ঘ অচলাবস্থা। বেকার হয়ে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী। বন্ধ হয়ে গেছে বেশ কিছু দর্শনীয় স্থান। আর পর্যটন প্রতিষ্ঠানগুলোও পড়ছে হুমকিতে।

ওয়াশিংটন ডিসির কাস্টম ট্যুরস কোম্পানির স্বত্বাধিকারী অ্যাডাম প্লেসিয়া বলেন, আমার ধারণা মানুষ নিকট ভবিষ্যতেও ট্যুর বুক করার ক্ষেত্রে সন্দিহান থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে এক চুলও ছাড় দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চাওয়া বরাদ্দও দিতে রাজি নন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটরা। 

এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

উভয় পক্ষই নিজেদের অবস্থানে অটল থাকায় শিগগিরই সংকট নিরসনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়নকে ঘিরে ২২ ডিসেম্বর থেকে চলছে এ অচলাবস্থা। 

শাটডাউন নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেয়াল নির্মাণে বরাদ্দ না পাস হওয়া পর্যন্ত চলবে এ অচলাবস্থা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম