ভারত পাঠানো হতে পারে মুম্বাই হামলার পরিকল্পনাকারীকে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৮ এএম
মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারে যুক্তরাষ্ট্র।
তাহাউর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি রয়েছেন। তাকে ফেরাতে প্রয়োজনীয় নথি তৈরি করেছে ভারত।
এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে ট্রাম্প প্রশাসন। সাজা শেষে ২০২১ সালে ছাড়া পেয়ে যাবেন তাহাউর। খবর জিনিউজের।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ১০ সশস্ত্র সদস্য ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা চালায়।
হামলায় পাঁচতারকা হোটেলটিতে ১৭৪ নিরীহ মানুষকে হত্যা করে লস্করের জঙ্গিরা। এ সময় চার দিনের অভিযানে ভারতীয় যৌথ বাহিনীর হাতে ৯ জঙ্গিও নিহত হন।
হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তাহাউর রানা সম্পর্কে এফবিআইয়ের এক নথিতে বলা হয়, ডেনমার্কে সন্ত্রাসী হামলার সম্পৃক্ততায় ২০০৯ সালে গ্রেফতার হন তাহাউর।
পরে জানা যায়, ভারতের মুম্বাই হামলাতেও তিনি সম্পৃক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর জেলা আদালতে ২০১১ সালে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।