ফিলিস্তিনের গাজায় হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
তবে ইসরাইলের দাবি, শুক্রবার রাতে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার জবাবে ওই হামলা চালানো হয় বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। খবর টাইমস অব ইসরাইল ও আরব নিউজের।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে একটি রকেট ছোঁড়া হয়েছে। এর জবাবে শনিবার রাতে ইসরাইলের জঙ্গি বিমান গাজা ভূখণ্ডে হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজা সিটিতে ইসরায়েল ওই বিমান হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গত শুক্রবার জুমার নামাজের পর গাজায় স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের বিশাল বিক্ষোভ হয়। এতে ইসরাইলি বাহিনী বিনা উসকানিতে বোম, গ্রেটেড ও গুলি চালায়।
এতে এক ফিলিস্তিনি নারী নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৩ বছর বয়সী ওই নারীর নাম আমাল ত্রামসি। এর প্রতিবাদে ওই দিন রাতে ইসরাইলে রকেট হামলা চালায় হামাস।