বাংলাকে গণতন্ত্রের পাঠ শেখাতে হবে না: মমতা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ১২:৫১ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন? বাংলাকে গণতন্ত্রের পাঠ শেখাতে হবে না।
বৃহস্পতিবার বীরভূমের এক সভায় তিনি এ কথা বলেন।
মমতা বলেন, বাংলা সবাইকে গণতন্ত্রের পাঠ দেয়। যে গণতন্ত্র বাংলা মানে, সেই গণতন্ত্র আর কোথাও মানা হয় না।
মঙ্গলবার এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মোদি বাংলায় গণতন্ত্রহীনতা নিয়ে যে অভিযোগ করেন তার পরিপ্রেক্ষিতে মমতা বলেন, বাংলার মানুষ শান্তিতে আছে। ওদের (বিজেপি) গায়ে বড় জ্বালা। মানুষ শান্তিতে থাকলে রাজনীতি হবে কী করে?
ইচ্ছা করে মিথ্যা কথা বলে কুৎসা রটাচ্ছে। আমি মনে করি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে যদি শান্তির জায়গা থাকে সেটি বাংলা।
তিনি বলেন, গোরক্ষার নামে মানুষ খুন করা হচ্ছে। পুলিশ থেকে সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে।
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনবিরোধী ও ‘অগণতান্ত্রিক’ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন মমতা।