সাপের পিঠে ব্যাঙ। ছবি: সংগৃহীত
সাপ ও ব্যাঙের সম্পর্কই হচ্ছে বিপরীতমুখী। কারণ সাধারণত ব্যাঙ দেখলেই আক্রমণ করে বসে সাপ। এটিই দেখা যায় সচরাচর। তবে সাপের পিঠে যদি ব্যাঙ উঠে বসে থাকে, তা হলে একটু অবাক হতেই হয়।
এমনই ঘটনা ঘটেছে পশ্চিম অস্ট্রেলিয়ার কুনুনুরা শহরে। সেখানে দেশটির এক কৃষকের তোলা ছবিতে তার প্রমাণ মেলে। তাতে দেখা যায়, সাড়ে তিন মিটার লম্বা একটি অজগর বেশ কয়েকটি ব্যাঙকে পিঠে বসিয়ে ডাঙায় নিয়ে যাচ্ছে।
ছবিটি ওই কৃষকের কাছ থেকে সংগ্রহ করে এক ব্যক্তি তার টুইটারে পোস্ট করেন। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড়ের প্রকোপ। এ রকম পরিস্থিতিতে বিপদে পড়েছে ব্যাঙগুলো।
তারা স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে। কিন্তু সব জায়গায় পানি। তাই প্রায় ১০টি ব্যাঙ অজগরটির পিঠে বসে উঁচু জায়গায় গিয়ে বাঁচার চেষ্টা করে। আশ্চর্যের বিষয়, ব্যাঙগুলোকে মোটেও মারতে উদ্ধত হয়নি সাপটি; বরং তাদের বয়ে নিয়ে গেছে ডাঙায়।