মিট রমনি। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি বলেছেন, সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টির মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ডিসেম্বরে ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি এ সমালোচনা করেন।
তিনি বলেন, ট্রাম্প কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চপর্যায়ে নিয়োগ দিয়েছেন। ট্রাম্প বিভিন্ন মিত্রদেশ ও বিভিন্ন সংঘ পরিত্যাগ করেছেন, যা দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে।
এ ছাড়া ট্রাম্পের যুক্তিহীন কথাবার্তা দেশকে হুমকির মুখে ফেলতে পারে। আর এসব কারণে বিশ্বের কাছে আমেরিকা একটি শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
রমনি বলেন, ট্রাম্পের কথাবার্তা ও কার্যকলাপ সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে।
তবে মিট রমনির এসব অভিযোগের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউটা থেকে মিট রমনি মার্কিন সিনেটর হিসেবে যোগদান করছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি কর্মস্থলে যোগদান করবেন।
এ বক্তব্যের মাধ্যমে যোগদানের পূর্বে স্বাধীন অবস্থানের জানান দিলেন মিট রমনি।