Logo
Logo
×

আন্তর্জাতিক

আ'লীগের বিজয়ে অভিনন্দন জানিয়ে আনন্দবাজারের সম্পাদকীয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ এএম

আ'লীগের বিজয়ে অভিনন্দন জানিয়ে আনন্দবাজারের সম্পাদকীয়

আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়

গতকাল (৩০ ডিসেম্বর) হয়ে গেল বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে আওয়ামী লীগ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৮৮ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচিত হয়েছেন।

অতএব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হাতে দেশের ক্ষমতা অব্যাহত রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
এদিকে এ নির্বাচনের ফলে ‘অভিনন্দন বাংলাদেশ!’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করেছে ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এ সম্পাদকীয়তে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ যে গণতন্ত্রের পথেই থাকছে চায়, সেটি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে গণতন্ত্রের সাফল্য অত্যন্ত কাম্য ছিল মন্তব্য করে পাকিস্তানের মতোই বাংলাদেশেও বারবার রাষ্ট্র চালনায় সামরিক হস্তক্ষেপ হয়েছে সে ইতিহাসের কথা বলা হয়েছে।

আওয়ামী লীগের টানা তিনবার জয়লাভে বাংলাদেশ এক নতুন দিগন্তে উপনীত হয়েছে বলে গণতন্ত্রের পথে এই সফল পদচারণার জন্য বাংলাদেশের অভিনন্দন প্রাপ্য বলে জানানো হয়েছে সেই সম্পাদকীয়তে।

অঞ্জন বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন— ‘বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে জঙ্গিদমন— এমন বিষয়ে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের আদান-প্রদান অত্যন্ত নিবিড়।

যে কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষেই অন্য একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক রাখা সহজ। তাই বাংলাদেশে গণতন্ত্রের সফল পরীক্ষায় ভারত স্বাভাবিকভাবেই খুশি।

আগামীর জন্য শুভেচ্ছা রইল। অভাব, অভিযোগ পেছনে ফেলে গণতন্ত্রের সড়কে আগামী দিনে যেন আরও পরিণত ভঙ্গিতে হাঁটতে পারে বাংলাদেশ— ভারতবাসীর পক্ষ থেকে সেই শুভেচ্ছা রইল।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম