Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ৮ জানুয়ারি, ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম

একনজরে আজকের বিশ্ব: ৮ জানুয়ারি, ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (শনিবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:

দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ

দক্ষিণ আফ্রিকায় মার্কিন আর্থিক সহায়তা বন্ধের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে এ বিষয়ে হুমকি দেওয়ার পর শুক্রবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নতুন ভূমি আইন ও আন্তর্জাতিক বিচার আদালতে ওয়াশিংটনের মিত্র ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেছেন। মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্যানুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। 

মালিতে অতর্কিত হামলায় অর্ধশতাধিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরপূর্বাঞ্চলের গাও শহরের কাছে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে মালি ও এর প্রতিবেশী বুরকিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ও আল-কায়েদার সহযোগী স্থানীয় বিভিন্ন সশস্ত্রগোষ্ঠী সক্রিয় রয়েছে। শুক্রবার মালির গাও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের কোবে গ্রামের কাছে একটি গাড়িবহরে অতর্কিত হামলা হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, প্রাণ বাঁচাতে লোকজন যানবাহন থেকে লাফিয়ে পড়েছে। সেখানে অনেক বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। নিরাপত্তার কারণে নিজের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন এই কর্মকর্তা।

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল 

সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তাবিষয়ক ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট। শনিবার এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয়।’

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ৪

ভারতের পশ্চিমবঙ্গে আবারও অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজ্যের নদীয়া জেলার কল্যাণী পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের রথতলায়। ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। জানা গেছে, রথতলা অঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনি বাজি তৈরি করা হতো। শুক্রবার বিকালে ওই এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। সে সময় কারখানাটিতে কয়েকজন কর্মচারী কাজ করছিলেন। বিস্ফোরণে তারা অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যান এবং গুরুত্বর আহত হন।

আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত, মৃত্যু ১০

এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাইলট ও ৯ যাত্রীর সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার বেরিং এয়ারের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। গত ২৫ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে একে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ২টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে ৯ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এটিই বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ ঘণ্টার মধ্যে আবহাওয়া আরও খারাপ হতে পারে। ফলে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এএফপি। 

ঘরে ফিরল ১১ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে ১৭ দিনে প্রায় ১১ হাজার নথিবিহীন মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিবাসীদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। এই নাগরিকদের সবাই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা। শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকোর সরকারও দেশটির কারাগারে আটক নথিবিহীন অভিবাসীদের মুক্তি প্রদান এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এএফপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম