বিশ্বে প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপন করলেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। চোখ দান করেছেন ৩০ বছর বয়সি এক ব্যক্তি। আর চোখ পাওয়া ব্যক্তির নাম অ্যারন জেমস (৪৬)। শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে অ্যারন জেমসের চোখের পাশাপাশি তার মুখমণ্ডলের কিছুটা অংশও প্রতিস্থাপন করিয়েছিলেন। চোখ প্রতিস্থাপনের জটিল এই অস্ত্রোপচার করেছেন নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের চিকিৎসকরা।
অ্যারন জেমস ছিলেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আরকানসাসের হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইনের কর্মী। ২০২১ সালে ভুলবশত উচ্চ ভোল্টের (৭২০০ ভোল্ট) লাইভ তারের সংস্পর্শে তার মুখমণ্ডলের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চোখ প্রতিস্থাপনে অ্যারন জেমস তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে আশা ছাড়ছেন না চিকিৎসকরা। তারা বলছেন, অ্যারন জেমস সুস্থ হয়ে উঠছেন। আর তার প্রতিস্থাপিত বাম চোখটি বেশ সুস্থ দেখাচ্ছে। ডান চোখ এখনো ভালো আছে।
চিকিৎসক দলের অন্যতম প্রধান সার্জন এডুয়ার্ডো রদ্রিগেজ এবিসি নিউজকে বলেছেন, পুরো চোখ প্রতিস্থাপনের বিষয়টি এক অসাধারণ কৃতিত্ব। অনেকেই ভেবেছিলেন এটি অসম্ভব। তবে আমরা দৃষ্টি পুনরুদ্ধারের জন্য পরবর্তী ধাপে যাওয়ার পথ তৈরি করেছি।
অন্য এক সাক্ষাৎকারে অ্যারন জেমস বলেছেন, ‘নতুন চোখে আলো ফিরলে সেটি দুর্দান্ত ব্যাপার হবে। তবে তা না হলেও, চিকিৎসা বিজ্ঞানকে পরের ধাপে নেওয়ার প্রচেষ্টায় আমিও একজন অংশীদার।’