
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেস ও ওয়াইসির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম

আরও পড়ুন
ভারতের রাজ্যসভা বৃহস্পতিবার মধ্যরাতের দীর্ঘ আলোচনার পর ওয়াকফ (সংশোধনী) বিল পাশ করেছে। তবে এই বিলের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে পৃথক আবেদন করেছেন কংগ্রেস এমপি মোহাম্মদ জাওয়েদ ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
তারা এই বিলকে মুসলিমদের ‘মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছেন।
কংগ্রেস এমপি মোহাম্মদ জাওয়েদ তার আবেদনে উল্লেখ করেছেন, এই বিল সংবিধানের ১৪ (সমতার অধিকার), ২৫ (ধর্ম পালনের স্বাধীনতা), ২৬ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), ২৯ (সংখ্যালঘুদের অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) অনুচ্ছেদ লঙ্ঘন করছে।
তার দাবি, এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। কারণ অন্যান্য ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে যেসব স্বাধীনতা বজায় রাখা হয়েছে, ওয়াকফের ক্ষেত্রে তা সীমিত করা হয়েছে।
উদাহরণ দিয়ে মোহাম্মদ জাওয়েদ বলেন, ‘উদাহরণস্বরূপ- হিন্দু ও শিখ ধর্মীয় ট্রাস্টগুলো একটি নির্দিষ্ট পরিমাণে স্ব-নিয়ন্ত্রণ উপভোগ করে। তবে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের সংশোধনীতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বৃদ্ধি করা হয়েছে, যা বৈষম্যমূলক’।
এছাড়া, নতুন আইনে ধর্মীয় অনুশীলনের নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে ওয়াকফ তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা ইসলামী আইন, প্রথা বা নজিরে নেই এবং এটি ধর্ম পালনের অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয়েছে।
আরেকটি বিতর্কিত পরিবর্তন হলো- ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠনে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা।
আবেদনে বলা হয়েছে, এটি ধর্মীয় প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ এবং হিন্দু ধর্মীয় সংস্থাগুলোর মতো বিশেষ আইন অনুসারে পরিচালিত না হয়ে মুসলিম সম্প্রদায়ের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই বিল এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সূত্র: এনডিটিভি