
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ এএম
ওয়াকফ ইস্যুতে পদত্যাগ করলেন জনতা দলের ২ নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পিএম

আরও পড়ুন
ওয়াকফ সংশোধনী বিল পাসের পক্ষে দলের সমর্থনের প্রতিবাদে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জনতা দলের (ইউনাইটেড) দুই শীর্ষ নেতা। জানা গেছে, দলত্যাগ করা নেতাদের মধ্যে আছেন মোহম্মদ কাসিম আনসারী এবং দলের সংখ্যালঘু সেলের প্রধান মোহম্মদ আশরাফ আনসারি।
উল্লেখ্য, লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও পাস হয়ে গছে ওয়াকফ সংশোধনী বিল। মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি বিরোধী দলগুলো শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিল। এরই মাঝে জেডিইউ এবং টিডিপির অবস্থান নিয়ে জল্পনা ছিল। তবে লোকসভায় বিলটি পাশ হওয়ার আগে হুইপ জারি করে জেডিইউ এবং টিডিপি উভয় দলই জানিয়ে দেয়, তারা এই ওয়াকফ সংশোধনী বিলের সমর্থন করবে।
এই পরিস্থিতিতে পূর্ব চম্পারণ জেলায় জেডিইউয়ের মেডিক্যাল সেলের মুখপাত্র কাসিম আনসারী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। চিঠিতে কাসিম আনসারী ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ সম্পর্কে জেডিইউয়ের অবস্থানের সমালোচনা করেছেন। তার কথায়, লাখ লাখ মুসলিম এবং দলীয়কর্মীর জন্যে দলের এই অবস্থান জোর ধাক্কা।
তিনি আরও বলেন, লোকসভায় লালন সিং যে সুর ও স্টাইলে ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করেছেন, তাতে তিনি গভীরভাবে আহত হয়েছেন। তার আরও দাবি, পসমন্দা মুসলিমদের বিরোধী এই বিল। আনসারীর অভিযোগ, দলের এই বিষয়ে কোনো ধারণা নেই।
এদিকে আশরাফ নিজের চিঠিতে লিখেছেন, লাখ লাখ মুসলিম এর আগে মনে করতেন যে জেডিইউ একটি ধর্ম নিরপেক্ষ দল। তবে সেই ধারণা ভেঙে গেছে। তার কথায়, আমার মতো লাখ লাখ জেডিইউ কর্মী আহত হয়েছেন। অপরদিকে জেডিইউ-র এমএলসি গুলাম ঘাউস ইতোমধ্যে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ঈদের দিন লালুপ্রসাদ যাদবের সঙ্গেও দেখা করতে যান তিনি। অন্যদিকে জেডিইউ জাতীয় সাধারণ সম্পাদক গুলাম রসুল বালিয়াভিও ওয়াকফ বিল নিয়ে এনডিএ সরকারের বিরোধিতায় সরব হয়েছেন।
এদিকে দলের ভেতরে এই বিদ্রোহ চলার মাঝেই গতরাতে রাজ্যসভায় জেডিইউ সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা বলেন, বিহারের মুসলিম জনসংখ্যার ৭৩ শতাংশ পসমন্দা মুসলিম। তারা প্রথমবারের মতো ওয়াকফ বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবেন। তিনি বলেন, এই বিল নিয়ে মুসলিমদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছিল, কিন্তু রাজ্যসভায় আলোচনার পর পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। সঞ্জয় ঝা-এর মতে, এই আইনের বাস্তবায়িত হলে তা সত্যিকার অর্থে দরিদ্র মুসলমানদের জন্য কাজ করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।