
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম
যোগী আদিত্যনাথকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাড়ি ভাঙার মামলায় মঙ্গলবার প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার।
ভারতের সুপ্রিম কোর্ট যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতিকে অসাংবিধানিক এবং অমানবিক বলে তীব্র নিন্দা করেছে।
প্রয়াগরাজ প্রশাসন এবং যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করে আদালত ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে যে ‘দেশে আইনের শাসন আছে।’
প্রয়াগরাজে একটি প্লটে চার-পাঁচজনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন একজন আইনজীবী এবং অধ্যাপকও। অভিযোগ যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করেই তাদের বাড়ি ভেঙে ফেলা হয়। কেন তাদের বাড়ি ভাঙা হয়েছিল?
তার ব্যাখ্যা দিতে গিয়ে মামলাকারীদের আইনজীবী জানান, তার মক্কেলদের বাড়ি যে জমিতে ছিল, প্রশাসন তা ভুল করে নিহত গ্যাংস্টার আতিক আহমেদের বলে চিহ্নিত করেছিল। তারপরই ওই বাড়িগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি, বাড়ি ভাঙার কথা তার মক্কেলদের জানানো হয় মাত্র একদিন আগে।
এ মামলার শুনানিতে বিচারপতি এএস ওখা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বলেছে, ‘এভাবে কারো বাড়ি ভেঙে ফেলা হলে, তা আমাদের বিবেককে নাড়া দেয়। বাসস্থানের অধিকার বা এ ব্যাপারে আইনের যথাযথ প্রক্রিয়া কিছু আছে। এ ক্ষেত্রে সেই সব কিছুই মানা হয়নি। যা সম্পূর্ণ সংবেদনশীলতার অভাব।’
ওকা বলেন, ‘বাড়ি ভাঙার ফলে মামলাকারীরা তাদের মাথার ওপর ছাদ হারিয়েছেন। ২০২১ সালে আইনের না পরোয়া করে যাদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দুজন মহিলাকে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনকে। শুধু তাই নয়, কর্তৃপক্ষের উচিত সর্বদা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা।’