
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ এএম
আজমির শরিফে তলোয়ার হাতে যুবক

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম

আরও পড়ুন
আজমির শরিফ দরগায় মঙ্গলবার অর্ধনগ্ন অবস্থায় তলোয়ার হাতে এক যুবক ঢুকে পড়েন। পরে ওই যুবককে আটক করা হয়। তার নাম আলম আলি।
তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। চিকিৎসাও করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ওই যুবকের মানসিক অবস্থা ভালো নয়। তবে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। তিনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তলোয়ার নিয়ে সেখানে গিয়েছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে এভাবে তলোয়ার হাতে দরগায় একটি যুবক ঢুকে পড়ায় সেখানকার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সারা দেশ এবং বিশ্বের হাজার হাজার মানুষ প্রতিদিন আজমির শরিফে প্রার্থনা করতে আসেন। এটি দেশের অন্যতম প্রধান ইসলামিক ধর্মীয় পীঠস্থান। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও খাজা মইনুদ্দিন চিশতির চাদর দিতে আসেন।