Logo
Logo
×

আন্তর্জাতিক

স্যুটকেসে মিলল কংগ্রেস কর্মীর মরদেহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

স্যুটকেসে মিলল কংগ্রেস কর্মীর মরদেহ

ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। 

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ধারণা করছে শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেয়া হয়।

মৃত্যুর সময় হিমানির বয়স হয়েছিলো ২২ বছর। এর আগে, ২০২৩ সালে, রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রায়’ অংশ নিয়েছিলেন তিনি। সেই যাত্রার একাধিক ছবি ও ভিডিওতে রাহুলের সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় হিমানিকে।

এছাড়া তিনি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার নির্বাচনী প্রচারে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তার বাড়ি সোনিপাত জেলার রিন্দানা গ্রামে হলেও মৃত্যুর সময় তিনি রোহতকে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা স্যুটকেসটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে স্যাম্পলা থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজেন্দর সিং বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম