ইউটিউব থেকে শিখে শিক্ষিকার চেয়ারে বোমা ফাটাল শিক্ষার্থীরা!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
ক্লাসে বকাঝকার কারণে শিক্ষিকার চেয়ারে ইউটিউবে শেখা বোমা রেখে বিস্ফোরণ ঘটিয়েছে একদল শিক্ষার্থী।এ ঘটনায় অভিযুক্তদের এক সপ্তাহের জন্য স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের একটি কলেজে এমন ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওই শিক্ষিকা সংশ্লিষ্ট ছাত্রদের বকাঝকা করেছিলেন। সে কারণেই ওই ছাত্ররা ঠিক করে, তারা এই ‘বদলা’ নেবে এবং তার জন্য ‘ভয়ঙ্কর কিছু’ করতে হবে!
প্রতিবেদনে দাবি করা হয়, অভিযুক্ত ছাত্রদের মধ্যে একজন শিক্ষিকার চেয়ারের নীচে ওই বোমা লাগিয়ে দেয়। আর, অন্য এক ছাত্র রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বোমা ফাটিয়ে বিস্ফোরণ ঘটায়!
দাবি করা হচ্ছে, বাজির মতো দেখতে এই বোমা তৈরি করা থেকে শুরু করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাতে বিস্ফোরণ ঘটানো - পুরোটাই ইউটিউব দেখে শিখেছিল অভিযুক্তরা।
এই ঘটনা সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি হরিয়ানা শিক্ষা দফতরও কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর পাশাপাশি, শিক্ষা দফতরের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে ওই স্কুলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখে এবং স্কুলের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে। শিক্ষা দফতরের পক্ষ থেকেও ঘটনার তদন্ত করা হচ্ছে।