Logo
Logo
×

ভারত

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পাল্টে দিল বিজেপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পাল্টে দিল বিজেপি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশ পথ।  ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আর্চিবল্ড ব্লেয়ারের নামে এ বন্দর শহরটির নামকরণ করা হয়েছিল।  ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা এই দ্বীপের কুখ্যাত সেলুলার জেলে বন্দি ছিলেন। নেতাজি সুভাস চন্দ্র বোস প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এই দ্বীপে।

নিজের এক্স হ্যান্ডলে অমিত শাহ লিখেছেন, ‘আগের নামটিতে যেখানে একটি ঔপনিবেশিক উত্তরাধিকার ছিল, সেখানে শ্রী বিজয় পুরম আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জিত বিজয়ের প্রতীক। এই সংগ্রামে আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অনন্য ভূমিকা ছিল।’

অমিত শাহ আরও বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান আছে। এই দ্বীপাঞ্চলটি একসময় চোলা সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে ভূমিকা পালন করেছে। এখন এটি ভারতের কৌশলগত ও উন্নয়নগত আকাঙ্ক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ভূমিকা রাখছে।’

অমিত শাহের দাবি, পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়া পুরমের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের লড়াই এবং বিজয় প্রতিফলিত হবে৷

অমিত শাহের এক্সের এই পোস্ট পুনরায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমৃদ্ধ ইতিহাস এবং এখানকার বীর বাসিন্দাদের শ্রদ্ধা জানাচ্ছে ‘শ্রী বিজয় পুরম’ নামটি।  তাছাড়া, ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হওয়া এবং আমাদের ঐতিহ্যকে বরণ করে নেওয়ার যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, এই নতুন নাম তারই প্রতিফলন।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক শহর, রাস্তা ও স্টেশনের নাম বদলেছে নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর এবং আহমেদাবাদের নাম পাল্টে কর্ণাবতী করার পরিকল্পনাও রয়েছে মোদি  সরকারের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম