Logo
Logo
×

ভারত

মোদির মস্কো-কিয়েভ সফরের পরই বড় বার্তা পুতিনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

মোদির মস্কো-কিয়েভ সফরের পরই বড় বার্তা পুতিনের

চলতি বছরে জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন। এরপরই আগস্টে তিনি পৌঁছান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের মধ্যে এই দুই দেশে মোদির সফর সদ্য হয়েছে। আর মোদির রুশ সফরের একমাস পেরিয়ে কিছুদিন কাটতে না কাটতেই রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেন-রুশ যুদ্ধে মধ্যস্থতার কথা বলতে পারে ভারত, চীন ও ব্রাজিল।

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমঝোতার কথাবার্তা একটি সহমতের জায়গায় কিছুটা পৌঁছেছে। এর ভিত্তিতে কথা এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। উল্লেখ্য, রাশিয়ার মস্কোতে মোদির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও ইউক্রেনের কিয়েভে সেদেশের প্রেসেডিন্ট জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরই যুদ্ধের মধ্যস্থতা নিয়ে বড় বার্তা দিয়েছেন পুতিন।

রাশিয়ার নিউজ এজেন্সি বলেছে, ‘আমরা আমাদের বন্ধু এবং অংশীদারদের সম্মান করি, যারা…আমি বিশ্বাস করি, আন্তরিকভাবে এই সংঘাতের আশেপাশের সমস্ত সমস্যার সমাধান চান, প্রাথমিকভাবে চীন, ব্রাজিল এবং ভারত। আমি এই বিষয়ে আমাদের সতীর্থদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।’ এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বড় ভারত সাহায্য করতে পারে।’  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম