Logo
Logo
×

ভারত

কাজ শেষ না হওয়া পর্যন্ত টয়লেটে না যাওয়ার শপথ করানো হয় কর্মীদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম

কাজ শেষ না হওয়া পর্যন্ত টয়লেটে না যাওয়ার শপথ করানো হয় কর্মীদের

ভারতের হরিয়ানার মানেসারে ‘অ্যামাজন ইন্ডিয়া’-র একটি গুদামের কর্মীদের শপথ করানো হয়েছে কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। এমনকি পানি খেয়েও সময় নষ্ট করবেন না। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

২৪ বছর বয়সি এক কর্মী সংবাদমাধ্যমটিকে বলেন, গত ১৬ মে চা পানের ৩০ মিনিটের বিরতির পর তাদের শপথ করানো হয়— কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। তাদের কাজ হলো— ছয়টি ট্রাক থেকে মালামাল নামানো।

তিনি আরও বলেন, গত মাসে তাদের অন্তত আটবার এমন শপথ করানো হয়েছে। যেদিন খুবই ব্যস্ততা থাকে, তখন এ ধরনের আচরণ করা হয়।

ওই যুবক বলেন, আমি সপ্তাহে পাঁচ দিন, দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ১০ হাজার ৮৮ রুপি বেতন পাই। যদি আমরা কোনো বিরতি ছাড়া টানা কাজ করি তাহলে দিনে চারটির বেশি ট্রাক আনলোড করতে পারি না।

অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করার পর সংস্থাটির এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের নীতিমালায় এমন কিছু করার সুযোগ নেই। যদিও কোনো ম্যানেজার এমন কিছু করে থাকেন তাহলে তাকে এটি সংশোধন করে নিতে বলা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম