ভারতে একবার উবারে চড়েই যাত্রী দীপক তেঙ্গুরিয়ার বিল এসেছে প্রায় ৭.৬৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা।
টুইটারে (এক্স) ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, দীপক যে গন্তব্যের জন্য উবার ভাড়া করেন, সেটির জন্য ভাড়া আসার কথা ছিল ৬২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০৬ টাকা। কিন্তু রাইড শেষে উবার অ্যাপে দেখা গেল তার বিল এসেছে ৭.৬৬ কোটি রুপি।
উবার ইন্ডিয়া কাস্টমার সাপোর্ট ক্ষমা চেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।