বাইডেনকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোদির আমন্ত্রণ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম
ফাইল ছবি
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এই আমন্ত্রণ জানান।
বুধবার ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি এ কথা জানিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোয়াড দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র ছাড়া কোয়াডের অপর দুই সদস্য হলো অস্ট্রেলিয়া ও জাপান।
ভারত ২০১৮ সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে তখন ট্রাম্প অংশ নিতে পারেননি। ওই বছর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি ছিলেন। ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।