Logo
Logo
×

ভারত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী শ্বেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী শ্বেতা

এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন শ্বেতা শারদা। রোববার রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়।

দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানারআপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

রোববার মুম্বাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। এদিন ডিজাইনার নিকিতা মহিলসালকার দ্বারা প্রস্তুত করা একটি ঝকঝকে গাউনে মঞ্চে ২২ বছর বয়সি শ্বেতাই হয়ে উঠেছিলেন সবচেয়ে নজরকাড়া তন্বী।

চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। শ্বেতার জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষও তার মা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম