Logo
Logo
×

ভারত

মৃত রোগীকে আইসিইউতে রেখে চিকিৎসা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৮:১৭ পিএম

মৃত রোগীকে আইসিইউতে রেখে চিকিৎসা!

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় মৃত রোগীকে আইসিইউতে রেখে চিকিৎসার অভিযোগ উঠেছে। 

রোববার সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃত রোগীর পরিবারের সদস্যরা। 

তারা লিখিত অভিযোগ দিয়েছে থানায়। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মৃত ওই ব্যক্তির নাম বনমালী সরকার। বাড়ি মালদার গাজোল থানার শিক্ষক পল্লী এলাকায়। 

অসুস্থ অবস্থায় তাকে শনিবার মালদায় গৌড় রোড এলাকার নামি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে ফোন করে বলা হয় জরুরি ভিত্তিতে রক্ত লাগবে। পরে বলা হয় রাতে না দিতে পারলেও সকালের মধ্যে রক্ত জোগাড় করে দিতেই হবে। এই কথাও জানানো হয় নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে। আসলে বিষয় সাজানো।

মৃত রোগীর জামাই সানি দত্তের অভিযোগ, মৃত মানুষকে কেমন করে সারারাত আইসিইউতে রেখে চিকিৎসা করা যায়!‌ আমরা জোর করে ভিতরে ঢুকে দেখতে পাই আইসিইউতে রয়েছে রোগী। কিন্তু মারা গিয়েছে অনেকক্ষণ আগে।

অবিলম্বে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে ওই নার্সিংহোম সিল করে দেওয়ার অনুরোধ জানাবে বলে জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম