ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: যুগান্তর
মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে কিছু দিন আগে রুটি বানাতে দেখা গিয়েছিল। তিনি অনেক কষ্টে গোলাকার রুটি বানাতে সফল হয়েছিলেন। এবার তাকে দেখা গেল খিচুড়ি বানাতে। তাকে সাহায্য করছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সম্প্রতি স্মৃতি খিচুড়ি তৈরির ভিডিও শেয়ার করেছেন। ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে একজন লিখেছেন- ‘মাইক্রোসফ্ট খিচুড়ি’। খবর আনন্দবাজারের।
টুইটারে দেখা যাচ্ছে, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন স্মৃতি। তিনি পাত্রে তেল ঢেলে দিলেন। আর গরম তেলে ফোড়ন দিলেন বিল। বিল সেই ফোড়ন আবার খিচুড়ির ওপর ঢেলে দিলেন। এখানেই শেষ নয়। খিচুড়ি রান্নার পর স্বাদও নিলেন তিনি। খিচুড়ির স্বাদ নিয়ে দারুণ খুশি বিল।
স্মৃতির এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন- ‘এই খিচুড়ির এবার নাম হবে মাইক্রোসফ্ট খিচুড়ি।’ একজন লিখেছেন- ‘ভারতীয় খাবার যেভাবে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা দেখে ভালো লাগছে।’