Logo
Logo
×

দৃষ্টিপাত

এরা কি মানুষ, নাকি ভয়ঙ্কর এক মাফিয়াচক্র?

মারুফ কামাল খান

মারুফ কামাল খান

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

এরা কি মানুষ, নাকি ভয়ঙ্কর এক মাফিয়াচক্র?

ফাইল ছবি

ভিন্নমতের মানুষগুলোকে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালাবার সেই গুপ্ত বন্দিশালা ‘আয়নাঘর’ অবশেষে বের হলো। উন্মোচিত হলো সবার চোখের সামনে। ভিকটিমরা চোখের জলে ভেসে, শিউরে উঠে প্রতিনিয়ত মৃত্যুর আশঙ্কায় থাকা অনিশ্চিত জীবনের কাহিনী শোনালেন।

জাতিসংঘের মানবাধিকার টিমের তদন্তে বেরুলো, ক্ষমতায় টিকে থাকতে হাসিনা ও তার শীর্ষ সাঙাতদের হুকুমে শিশুসহ হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা, আহত ও পঙ্গু করা হয়েছে, কেবল চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানকালেই।

আজকেই আরও জানা গেল, যুবসমাজকে ধ্বংস করতে মাদকের অবৈধ নীল বাণিজ্য হাসিনা সরাসরি মদদ দিয়ে প্রসারিত করেছেন। জাতিবিনাশী মাদকবাণিজ্যের ঘৃণিত অর্থের ভাগ নিয়েছেন।

এরা কি মানুষ? এরা কি রাজনৈতিক দল? নাকি ভয়ঙ্কর এক মাফিয়াচক্র?

নাৎসী, গেস্টাপো, সাভাক ও হাইতির ঘাতক স্বৈরশাসক জাঁ ক্লদ দুভেলিয়রের গুপ্তঘাতকেরা কি হাসিনা নিয়োজিত ফ্যাসিস্টদের মতই নৃশংস ও পৈশাচিক ছিল? আল্লাহর এই দুনিয়ায় এদের কি বিচার হবে না?

এতো কিছু জেনেও কি একদল নষ্ট মানুষ হাসিনার ভয়ঙ্কর অপশাসনকে সমর্থন করবে? শয়তানের কাছে আত্মা বন্ধক রাখা সেই গলিত বিবেকসম্পন্ন দুর্বৃত্তদের বাংলাদেশ কখনো ক্ষমা করো না।মানবতার অভিশাপে ওরা যেন ধ্বংস হয়, উচ্ছন্নে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম