সংগৃহীত
ছোট বেলায় বানরের কলা খাওয়ার বহু অংক হয়তো কষেছেন আপনি। কিংবা মনে মনে মন কলা খাওয়ার অংকও কষতে হয়েছে আপনাকে। তবে সেসব হিসেবে এবার ভুলে যেতে পারেন এক ঝটকায়। মাত্র একটি কলার দাম শুনলেই। মিটে যাবে এ জীবনে আর কলা খাওয়ার স্বাদ।
একটি কলা কত টাকায় কিনে খাবেন আপনি? ১০-২০ কিংবা সর্বোচ্চ ৫০ টাকা। কিন্তু এবার একটি কলা নিলামে বিক্রি হয়েছে ৭৪ কোটি টাকার বেশি দামে! এমনটি দেখার পর চোখ ছানাবড়া হতেই পারে আপনার। বুধবার এমন ঘটনা ঘটেছে নিলামে। বিশেষ সেই কলাটি কিনেছেন চীনের ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা জাস্টিন সান।
বিশেষ এই কলাটির এই দামের পেছনে জড়িয়ে আছে শিল্প। কলাটিকে দেয়ালে টেপ দিয়ে আটকিয়ে এটিকে একটি শিল্প হিসেবে তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে এই শিল্পটি ‘কমেডিয়ান’ শিরোনামে সবার সামনে তুলে ধরেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান।
সেবার তার এই বিশেষ দেয়ালে আটকানো কলার শিল্পকর্ম দেখতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মায়ামি আর্ট বাসেলে সেবার এমনই ভিড় হয়েছিল যে জনসাধারণের নিরাপত্তার জন্য এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য কাজগুলিকে রক্ষা করার জন্য প্রদর্শনীটি নামিয়ে দিতে হয়েছিল।
সেটিই এবার নিলামে তোলা হয়। নিউইয়র্কে সোথবি’সে নিলামে এর মূল্য ধরা হয় ৮ লাখ ডলার। পরে যা শেষ পর্যন্ত বিক্রি হয় ৬.২ মিলিয়ন ডলারে। যদিও নিলামের আগে ধারণা করা হচ্ছিল এটি সর্বোচ্চ ১.৫ মিলিয়নে বিক্রি হতে পারে।
কলাটি নিলামে কিনলেও এটি যেহেতু পচনশীল তাই এটি পচে গেলে এটি প্রতিস্থাপনের দায়িত্ব ক্রেতাকেই নিতে হবে বলে জানিয়েছেন সোথবি'স।
তাদের মতে, ‘এটি শুধু একটি আর্টওয়ার্ক নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনাকে প্রতিনিধিত্ব করে যা শিল্প, মেমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের জগতে সেতুবন্ধন করে। আমি বিশ্বাস করি এই অংশটি ভবিষ্যতে আরও চিন্তা ও আলোচনাকে অনুপ্রাণিত করবে এবং ইতিহাসের অংশ হয়ে যাবে।’
বিশেষ এই কলার শিল্পী ক্যাটেলান অবশ্য বরাবরই সাহসী কাজের জন্য পরিচিত। এর আগে একটি সোনার টয়লেট এবং একটি উল্কা দ্বারা আঘাত করা পোপের একটি ভাস্কর্য করে ছিলেন তিনি।