চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
![চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/25/chopstick-record-671bb99b1bb64.jpg)
ছবি: সংগৃহীত
চপস্টিক দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করেছেন অনেকেই। তেমনই একজন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান। যিনি শুধু চেষ্টা নয়, এ কাজে অধ্যবসায়ের মাধ্যমে রেকর্ড গড়েছেন।
চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ২৪ বছর বয়সি সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন।
এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন। চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাত হয় আঠালো। সম্প্রতি চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়েন সুমাইয়া।
সূত্র: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস