Logo
Logo
×

চিত্র বিচিত্র

মস্তিষ্ক থেকেই করা যাবে কল!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১০:০১ পিএম

মস্তিষ্ক থেকেই করা যাবে কল!

প্রতীকী ছবি

স্মার্টফোনের যুগ কি তাহলে শেষ হতে যাচ্ছে। এবার স্মার্টফোন ছাড়াই করা যাবে কল! তাও আবার মস্তিষ্ক থেকেই! 

এমনই প্রযুক্তি উদ্ভাবনের দিকে এগোচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। মাস্ক নিউরালিঙ্ক চিপ ও ইন্টারফেস এরই মধ্যে তৈরি করা হয়েছে, যা মানুষের মস্তিষ্কে বসানো হবে। 

এটি দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। টেসলা কর্তা এক্সে করা পোস্টে দাবি করেছেন, ফোনে যা যা করা হয়, তা এই চিপের সাহায্যেই হয়ে যাবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম