Logo
Logo
×

চিত্র বিচিত্র

৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর বস্তু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১০:০৯ পিএম

৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর বস্তু

জ্যোতির্বিদরা ৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর আকৃতির নীহারিকা (নেবুলা) ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’ দেখতে পেয়ে আঁতকে ওঠেন। ভ‚তের আকৃতির এই নীহারিকাটির ছবি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মরুভ‚মিতে অবস্থিত আল খাতাম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার থেকে তোলা হয়েছে। খালিজ টাইমস।  

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ক্যাসিওপিয়া নক্ষত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহাকাশীয় বস্তুর মতো এর আকৃতি ও সেখানে অবস্থানের কারণে এই নীহারিকাটির নামকরণ করা হয়েছে ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’।

এটি মহাজাগতিক গ্যাস ও ধুলোর সমন্বয়ে গঠিত এবং ৫৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নীহারিকার বেশির ভাগই আয়নযুক্ত হাইড্রোজেন নিয়ে গঠিত। এটির কাছাকাছি একটি দৈত্যাকার নীল রঙের নক্ষত্রের অতিবেগুনি রশ্মির কারণে নেবুলাটিকে লাল দেখায়। তবে নীল নক্ষত্রটিকে ছবিতে দেখা যায়নি। হালকা নীল রংটি এসেছে ধুলার কারণে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম