Logo
Logo
×

চিত্র বিচিত্র

আটলান্টিকে নেমে বয়স কমল ১০ বছর!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:০০ পিএম

আটলান্টিকে নেমে বয়স কমল ১০ বছর!

ছবি: সংগৃহীত

নৌবাহিনী থেকে অবসর নেন জোসেফ দিতুরি। তবে পানির নিচে জীববৈচিত্র পর্যবেক্ষণের জন্য অধ্যয়নের প্রয়োজন হিসাবে তিন মাসের বেশি পানির নিচে থাকতে বলা হয়েছিল। 

রাইসির মৃত্যু ইস্যুতে কেন মিশ্র প্রতিক্রিয়া ইরানে

করলেনও তাই! ৯৩ দিন আটলান্টিকের নিচে অবস্থান করেছেন তিনি। গড়েছেন সবচেয়ে বেশি সময় মহাসাগরের নিচে থাকার নতুন রেকর্ড। পরে ডাঙ্গায় ওঠে দেখলেন জৈবিক বয়স কমে গেছে। 

তাও এক-দুই বছর নয়! অন্তত ১০ বছর। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এ তথ্য জানায়।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম