মশাকে কাজে লাগিয়ে মশা নিধন! হ্যাঁ ঠিকই শুনেছেন। সুইজারল্যান্ডে একটি প্রকল্পের আওতায় সেই চেষ্টাই চালানো হচ্ছে।
দেশটির গবেষণাগারে এশিয়ান টাইগার প্রজাতির পুরুষ মশাকে কাজে লাগিয়ে মাদি মশাকে নিধনের পরীক্ষা চালাচ্ছেন গবেষক এলেওনোরা ফ্লাসিও।
তিনি বলেন, পরীক্ষামূলক এলাকায় নির্জীব পুরুষ মশা ছেড়ে মাদি মশাকে আকৃষ্ট করা হয়। আর এ সময় পুরুষ ও মাদি মশার মিলন ঘটলে মাদি মশা আর সন্তান ধারণ করতে পারে না। এই পদ্ধতিতে টাইগার প্রজাতির মশার গোষ্ঠীর বিনাশ করা যেতে পারে।
বিবিসি