Logo
Logo
×

চিত্র বিচিত্র

মহাকাশে নিখোঁজ টমেটোর সন্ধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

মহাকাশে নিখোঁজ টমেটোর সন্ধান

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) উৎপাদিত একটি টমেটো হারিয়ে যায় মার্চে। আইএসএসে অবস্থানকারী মহাকাশ বিজ্ঞানী ফ্র্যাঙ্ক রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন বলে মজা করে অভিযোগ করেন সহকর্মীরা। 

স্পেসডটকমের খবরে বলা হয়েছে, হারানোর প্রায় ৮ মাস পর সম্প্রতি টমেটোটির কিছু অংশের সন্ধান পাওয়া গেছে। হারিয়ে যাওয়া টমেটোটি পাওয়ার পর সেটিকে লাইভে দেখিয়ে আইএসএস প্রতিষ্ঠার ২৫ বছর উদ্যাপন করেন মহাকাশচারীরা। 

মহাকাশে সবজি চাষ প্রজেক্টে টমেটোটি উৎপন্ন হয়েছিল। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম