হায়েনার কবল থেকে সন্তানকে রক্ষায় যা করল জিরাফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৮:১৮ পিএম
![হায়েনার কবল থেকে সন্তানকে রক্ষায় যা করল জিরাফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/23/image-689360-1687529902.jpg)
কথায় আছে, সন্তানের জন্য যে কোনো বিপদের মোকাবিলা করতে পারেন মা। তারই প্রমাণ পাওয়া গেল একটি ভিডিও বার্তায়।
হায়েনার হাত থেকে সন্তানকে রক্ষায় সাহসী ভূমিকায় উত্তীর্ণ হয়েছে মা জিরাফ। হায়েনাকে তাড়া করে পালিয়ে যেতে বাধ্য করল মা জিরাফ। এতে রক্ষা পেল বাচ্চা জিরাফটি।
টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় দেখা যায়, একটি বাচ্চা জিরাফকে নিয়ে দাঁড়িয়ে আছে মা জিরাফ। আর বাচ্চাটির ওপর হামলা করতে উদ্যত হয়েছে একটি হায়েনা। তবে ওই হায়েনাকে ভয় না পেয়ে, বরং আগ্রাসী হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে মা জিরাফটি।
ভিডিও বার্তাটিতে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন- এভাবেই সন্তানদের বিপদ থেকে রক্ষা করেন মা।
অন্য একজন টুইট ব্যবহারকারী লিখেছেন- জিরাফরা যখন আক্রমণাত্মক হয়, তখন খুবই বিপজ্জনক হতে পারে।
Mother giraffe protects her baby from a hyena
— Gabriele Corno (@Gabriele_Corno) June 21, 2023
? wild.animalpower pic.twitter.com/wvSeY49iSf