
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
সাবেক প্রেমিক ও তার মেয়েকে হত্যায় খুনি ভাড়া তরুণীর, অতঃপর?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

আরও পড়ুন
নাম তার জ্যাকলিন ডিওরিও। বসবাস করেন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বের অঙ্গরাজ্য নিউ জার্সিতে। ভালোবাসার সম্পর্ক ছিল ফিলাডেলফিয়ার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। সেই প্রেমিকসহ তার মেয়েকে হত্যার জন্যই কিনা শেষ পর্যন্ত খুনি ভাড়া করেন ২৬ বছর বয়সি তরুণী!
সম্প্রতি জ্যাকলিনকে তার সেই ৫৭ বছর বয়সি সাবেক প্রেমিক ও তার ১৯ বছর বয়সি কন্যাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তার কাছে লেবেলবিহীন একটি ওষুধের বোতল পাওয়া যায়, যা সম্ভবত আলপ্রাজোলাম (অ্যাংজাইটি ও প্যানিক ডিসঅর্ডার চিকিৎসার জন্য ব্যবহৃত)।
ক্যামডেন কাউন্টির ক্রিমিনাল অভিযোগ ও সম্ভাব্য প্রমাণের হলফনামা অনুযায়ী, জ্যাকলিন টিন্ডার অ্যাপে পরিচিত এক ব্যক্তিকে (যিনি আসলে পুলিশের গোপন তথ্যদাতা ছিলেন) ১২,০০০ ডলার দিয়ে ওই দুজনকে হত্যা করার প্রস্তাব দেন। সেইসঙ্গে অগ্রিম হিসেবে ৫০০ ডলারও দেন।
পুলিশ জানায়, টিন্ডার অ্যাপে পরিচয়ের পর তারা ফোনে ও মেসেজে একাধিকবার যোগাযোগ করেন।
জ্যাকলিন জানান, তাদের সেই কথোপকথনের সময় তিনি তার সাবেক প্রেমিক ও তার কন্যাকে হত্যা করতে চান। এজন্য তিনি ওই ব্যক্তিকে মোট ১২,০০০ ডলার দেওয়ার প্রস্তাব দেন।
তবে তাকে এই কাজের জন্য অগ্রিম হিসেবে ৫০০ ডলার নগদ দেওয়ার পরই পুলিশ গ্লস্টার টাউনশিপ থেকে জ্যাকলিনকে গ্রেফতার করে। জায়গাটি ফিলাডেলফিয়ার প্রায় ১৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।
এ বিষয়ে দায়ের করা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- দুটি প্রথম ডিগ্রি হত্যাচেষ্টা, একটি প্রথম-ডিগ্রি হত্যার ষড়যন্ত্র ও একটি তৃতীয়-ডিগ্রি নিয়ন্ত্রিত ওষুধ বহন।
পূর্বেও হত্যার চেষ্টা করেছিলেন
মামলায় গত শুক্রবার আদালতের শুনানিতে প্রসিকিউটররা জানান, এটাই জ্যাকলিনের প্রথম কোনো হত্যার ষড়যন্ত্র নয়। এর আগেও তিনি একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন।
শুনানি শেষে আদালতের বিচারক ইয়োলান্ডা রদ্রিগেজ জ্যাকলিনের জামিন আবেদন প্রত্যাখ্যান করেন এবং ১১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গুরুতর অভিযোগে অভিযুক্ত ২৬ বছরের তরুণী জ্যাকলিন সেই পর্যন্ত কারাবন্দি থাকবেন বলেও জানান তিনি। সূত্র: সিএনএন