Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

ভারতের ওপর শুল্ক আরোপকালে মোদিকে নিয়ে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

ভারতের ওপর শুল্ক আরোপকালে মোদিকে নিয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক শুল্ক’ (reciprocal tariffs) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) এ ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে তার নিজের করা একটি মন্তব্য স্মরণ করেন। 

তিনি জানান, সম্প্রতি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছিলেন, ‘আপনারা আমাদের সঙ্গে সঠিক আচরণ করছেন না’। 

মূলত মার্কিন পণ্যে ভারতের উচ্চ শুল্কহার নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করেছে। তাই এবার যুক্তরাষ্ট্রও ভারতীয় পণ্যের ওপর এর অর্ধেক (২৬ শতাংশ) শুল্ক বসাবে।

নয়াদিল্লির শুল্ক ব্যবস্থাকে ‘খুবই কঠোর’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন... তিনি আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি তাকে বলেছি— ‘আপনি আমার বন্ধু, তবে আমাদের প্রতি সুবিচার করছেন না’। 

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘ভারত আমাদের পণ্যে ৫২ শতাংশ শুল্ক নেয়, তাই আমরা এবার তাদের ওপর ২৬ শতাংশ (শুল্ক) আরোপ করব’।

নতুন শুল্ক ব্যবস্থা কবে থেকে কার্যকর?

ট্রাম্প এদিন বিশ্বের দেশগুলোর ওপর নতুন শুল্ক ব্যবস্থা ঘোষণা করলেও, এই শুল্ক ব্যবস্থা কীভাবে আরোপ করা হবে বা কোন কোন খাত এতে প্রভাবিত হবে এবং কবে থেকে এটি কার্যকর হবে- সেসব বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছুই বলেননি। 

তবে হোয়াইট হাউস জানিয়েছে, দেশভিত্তিক শুল্কের পাশাপাশি ১০ শতাংশের একটি ‘বেসলাইন শুল্ক’ যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর প্রযোজ্য হবে।

হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, ‘একটি জাতীয় জরুরি পরিস্থিতির’ কারণে এই নতুন শুল্ক ব্যবস্থা চালু করা হচ্ছে। যা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৫ এপ্রিল রাত ১২টা ০১ মিনিট থেকে কার্যকর হবে।

‘আমেরিকা শুধু অর্ধেক শুল্ক নেবে’

এদিকে ট্রাম্প নিজেকে ‘দয়ালু’ দাবি করে বলেন, ‘আমেরিকা শুধু অন্যদের থেকে অর্ধেক হারে শুল্ক নেবে’। যা তার মতে ‘ন্যায়সঙ্গত’।

হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ঘোষণাকালে ট্রাম্প বলেন, ‘অনেক দিন ধরে অন্যান্য দেশ আমাদের লুটপাট করেছে এবং আমাদের নীতির সুযোগ নিয়েছে। কিন্তু আর নয়’। 

তিনি বলেন, ‘২ এপ্রিল থেকে চিরকাল ‘মুক্তির দিন’ (Liberation Day) হিসেবে পালন করা হবে— কারণ এদিনই আমেরিকা তার শিল্পকে পুনরুদ্ধার করল’।

দেশভিত্তিক নতুন শুল্কহার

ট্রাম্পের ঘোষিত ‘ডিসকাউন্টেড প্রত্যুত্তরমূলক শুল্ক’ তালিকায় কিছু উল্লেখযোগ্য দেশের জন্য নির্ধারিত হার হলো:

চীন - ৩৪%

ইউরোপীয় ইউনিয়ন - ২০%

ভিয়েতনাম - ৪৬%

তাইওয়ান - ৩২%

জাপান - ২৪%

ভারত - ২৬%

যুক্তরাজ্য - ১০%

বাংলাদেশ - ৩৭%

পাকিস্তান - ২৯%

শ্রীলঙ্কা - ৪৪%

ইসরাইল - ১৭%

ট্রাম্পের মতে, এই শুল্ক ব্যবস্থা ‘আমেরিকায় চাকরি ফিরিয়ে আনবে’ এবং ‘দেশকে আবার সমৃদ্ধ করবে’। ‍সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম