Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু: নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম

ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু: নেতানিয়াহু

বাইডেন প্রশাসনের আটকে রাখা গোলাবারুদ সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু। তার পদক্ষেপ যা ইরানের প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে ‘কাজ শেষ করতে’ সহায়তা করবে।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির মিত্রশক্তির বিরোধিতা করে আসছেন।

রোববার ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হোয়াইট হাউসে থাকা ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু, তিনি এটি প্রমাণ করেছেন আমাদের সকল গোলাবারুদ পাঠিয়ে, যা আটকে ছিল। এর মাধ্যমে তিনি ইসরাইলকে সেই সব সরঞ্জাম দিচ্ছেন যা আমাদের ইরানের সন্ত্রাসী অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করতে প্রয়োজন।’

গত মাসে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এমন মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে কাজ শেষ করব।’

নেতানিয়াহু তখন বলেছিলেন, গাজা যুদ্ধে শুরু হওয়ার পর ইসরাইল ‘‘ইরানের সন্ত্রাসী অক্ষকে এক জোরালো আঘাত দিয়েছে,’ এবং তিনি ইরানের ‘প্রতিরোধ অক্ষ’—যাতে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী রয়েছে—এর বিরুদ্ধে কথা বলছিলেন।

জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেছেন, যা তার প্রথম শাসনামলের সময় ছিল।

এছাড়া, ট্রাম্প ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন, গত মাসে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে আমন্ত্রণ জানিয়ে। 

শনিবার রুবিও বলেন, তিনি ইসরাইলকে আনুমানিক ৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দ্রুত পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম