Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ‘দখলের’ প্রস্তাব, লন্ডনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

গাজা ‘দখলের’ প্রস্তাব, লন্ডনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছেন হাজারো ফিলিস্তিনি সমর্থক।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়েস্টমিনস্টারের হোয়াইটহল থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করতে করতে দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমসে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে যায়।  এ সময় তাদের হাতে ‘গাজা থেকে হাত সরিয়ে নাও’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। 

এছাড়া বিক্ষোভকারীদের কাছে ‘ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও’, ‘মিস্টার ট্রাম্প, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়’, ‘গাজা আপনার ৫২তম রাজ্য নয়’ লেখা ব্যানারও দেখা যায়। 

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা। 

ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দার মুখোমুখি হয়। 

র্যালিতে অংশ নেওয়া ৮৭ বছর বয়সি হলোকস্ট থেকে বেঁচে যাওয়া স্টিফেন কাপোস সংবাদ সংস্থাক এএফপিকে বলেছেন, ‘আমি মনে করি এটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ, অবাস্তব এবং অযৌক্তিক। ’

তিনি বলেন, ‘আপনি দুই মিলিয়ন মানুষকে নির্বাসিত করতে পারবেন না, বিশেষ করে যখন আশেপাশের দেশগুলো ইতোমধ্যেই বলেছে যে তারা তাদের নেবে না। ’

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) আয়োজিত বিক্ষোভ মিছিলটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর লন্ডনে ২৪তম প্রধান ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম