Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীর যাবজ্জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১১:৪৪ এএম

যুক্তরাজ্যে আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীর যাবজ্জীবন

আনজেম চৌধুরী

আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। মঙ্গলবার দেশটির একটি আদালত সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন৷

ডয়চে ভেলে জানিয়েছে, আনজেম চৌধুরী ‘আল মুহাজিরুন’ নামে একটি সংগঠনের ‘তত্ত্বাবধায়ক’ ছিলেন বলে জানিয়েছে আদালত৷ গোষ্ঠীটি যুক্তরাজ্যে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে৷ ২০১০ সালে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ সরকার৷ 

এই গোষ্ঠীর কয়েক সদস্য ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যা এবং ২০১৭ ও ২০১৯ সালে লন্ডন ব্রিজে হামলার সঙ্গে জড়িত ছিলেন৷

বিচারক মার্ক ওয়াল উলউইচ ক্রাউন কোর্টে চৌধুরীকে বলেন, ‘আপনার সংগঠনের মতো সংগঠনগুলো আদর্শিক কারণের প্রতি সমর্থনে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে৷’

‘এগুলোর অস্তিত্ব এগুলোর একক সদস্যদেরকে এমন কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করছে, যা তারা হয়তো এরকম না হলে করতেন না৷ সেগুলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে যারা অন্যথায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন,’ যোগ করেন বিচারক৷

চৌধুরীর যাবজ্জীবন সাজার অধীনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ ২৮ বছর৷ ৮৫ বছর বয়স না হওয়া অবধি তিনি মুক্তি পাবেন না৷

বিচারক জানিয়েছেন যে, তাকে এত দীর্ঘমেয়াদে সাজা দেওয়ার কারণ হচ্ছে তিনি ‘তরুণদেরকে মৌলবাদী কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করেছেন৷’

এর আগে তথাকথিত ‘ইসলামিক স্টেট'-এর প্রতি সমর্থন জানানোয় ২০১৬ সালে সাড়ে পাঁচ বছর কারাভোগের সাজা হয়েছিল চৌধুরীর৷ তবে ২০১৮ সালের শুরুর দিকে মুক্তি পান তিনি৷

আল মুহাজিরুনের সঙ্গে চৌধুরীর সম্পৃক্ততার বিষয়টি মার্কিন এক গোপন অভিযানে উন্মোচিত হয়৷ সেই অভিযানে দেখা গেছে যে, গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও নিউইয়র্কভিত্তিক ‘ইসলামিক থিঙ্কার সোসাইটিসহ' অন্য বিভিন্ন নামে সক্রিয় রয়েছে৷ মার্কিন সেই অনুসন্ধানের পর ব্রিটেন এবং কানাডা পুলিশ তদন্ত শুরু করে৷

নিউইয়র্ক পুলিশ বিভাগের উপকমিশনার রেবেকা উইনার মনে করেন, চৌধুরীর বিরুদ্ধে সাজা এক ‘ঐতিহাসিক’ ব্যাপার কেননা তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির ঊধ্বর্তন পদে থাকা একজন ‘নির্লজ্জ, প্রবল মৌলবাদী৷’

সাংবাদিকদের তিনি বলেন, ‘সাধারণত যারা ‘ফুট সোলজার', মানে যারা গোষ্ঠীটির অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন হামলায় অংশ নেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়৷’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম