
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৯ এএম
নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে রংপুরে সভা দোয়া

রংপুর ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
আরও পড়ুন
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যুগান্তর রংপুর ব্যুরো অফিসের উদ্যোগে অফিসে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা।
অনুষ্ঠানে বিকাল সাড়ে ৫টায় দোয়া পাঠ করেন মাওলানা শফিকুল ইসলাম। এর আগে নুরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রংপুর ব্যুরোপ্রধান মাহবুব রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুল ইসাম রিপন, কালের কণ্ঠ পত্রিকার রংপুর অফিসের ফটোসাংবাদিক ও রংপুর ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, ঢাকা টাইমসের ব্যুরোপ্রধান রেজাউল ইসলাম বাবু, আমাদের প্রতিদিন পত্রিকার বার্তা-সম্পাদক বোরহান কবীর বিপ্লব, আমাদের প্রতিদিন অনলাইন সম্পাদক মানিক ইসলাম, কবি ও স্বজন সমাবেশ রংপুরের সভাপতি বাদল রহমান, যুগান্তর রংপুর ব্যুরো ফটোসাংবাদিক উদয় চন্দ্র বর্মণ, ব্যবসায়ী মোহাম্মদ মিঠু মিয়া প্রমুখ।