
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
ভ্রমণে টাকা বাঁচাবেন যে উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত
কোথাও যাওয়ার প্লানিং হচ্ছে, সবার আগে হাত তুলে বসলেন, ‘আমি যাব।’ কিন্তু পকেট কথা শুনছে না। টাকার সমস্যায় শুরুতেই শেষ হচ্ছে ট্যুর পরিকল্পনা। যদি যাওয়াও হয়, তবে অনেক বেছে বেছে চলতে হয়। খরচ বাঁচাতে হবে যে!
তবে সময় এবং সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে কম খরচে ভ্রমণ করতে পারেন। তা দেশে তো বটেই, বিদেশেও। তার জন্য অপেক্ষা করতে হবে ঝোপের, মানে কোপ দেওয়ার অপেক্ষা। ট্যুরের জন্য প্রস্তুতি নিন, আর অপেক্ষা করুণ ঝোপ আসার—
- ভ্রমণের সময়ও গুরুত্বপূর্ণ। পিক সিজনে বাড়তি চাহিদার জন্য যানবাহনের টিকিট থেকে শুরু করে হোটেলের খরচ সবই বেশি থাকে। কম খরচে ঘুরতে চাইলে তাই এমন সময় বেছে নিন যখন মানুষের চাপ কম থাকে।
- বিমানে ভ্রমণের ক্ষেত্রে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন। এতে মূল্য বেশ খানিকটা কম থাকে।
- ভ্রমণে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।
- কম খরচের ঘুরতে চাইলে কয়েকজন একসঙ্গে ঘোরার পরিকল্পনা করুন। এতে মাথা পিছু খরচ বেশ কিছুটা কমে যায়।
- একা বেড়াতে গেলে হোস্টেল বেছে নিতে পারেন। মূল শহর থেকে একটু দূরে থাকলেও তুলনামূলকভাবে সস্তায় হোটেল মেলে।
- বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন। ভ্রমনে পেটপূর্তি করে না খাওয়া ভালো।
- বিমানে ভ্রমণের ক্ষেত্রে ভোরের ফ্লাইট নির্বাচন করুন। খুব সকাল বা ভোরের ফ্লাইট মোটামুটি কম দামেই পাবেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টিকিটের চাহিদা বাড়তে থাকে। ফলে দাম বেড়ে যায়।