
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
ঢাকা : এলাকার নামকরণ, ইমামগঞ্জ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি
আরও পড়ুন
‘ইমাম’ ও ‘গঞ্জ’-এ দুটি ফারসি শব্দের বাংলা সমাসবদ্ধ রূপ নিয়ে ইমামগঞ্জ শব্দটি গঠিত। সাধারণ অর্থে ‘ইমাম’ শব্দটির অর্থ নেতা। অন্যদিকে ইমামতে বিশ্বাসী শিয়াদের কাছে ইমাম হাসান ও ইমাম হোসাইন (রহ.)-এর স্মরণে ও শ্রদ্ধায় ইমাম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে; যেমন: ইমামবাড়া, ইমামবাগ, ইমামগঞ্জ ইত্যাদি। এটি পুরান ঢাকার প্রাচীন গঞ্জ বা বাজারগুলোর একটি। নায়েব নাজিম নওয়াব জেসারত খানের সময় (১৭৬৬-১৭৮৯) বুরানগঞ্জ ও ইমামগঞ্জ বাজার স্থাপন করা হয়। এ বাজারের আয় নির্দিষ্ট ধর্মীয় প্রয়োজন তথা মহররমের খরচ বহন করার কাজে ব্যয় করা হতো। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)