
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ এএম

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পিলখানা নামটি এসেছে ফারসি ভাষা থেকে। ফারসি ভাষায় ‘পিল’ অর্থ হাতি আর ‘খানা’ অর্থ জায়গা। পিলখানা মানে হাতি রাখার জায়গা। মুঘল শাসকদের খুব পছন্দের একটি খেলা ছিল হাতির লড়াই। তাই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাতি এনে রাখা হতো একটি এলাকায়, যা পরবর্তীকালে লোকমুখে পরিচিতি পেয়ে যায় পিলখানা হিসাবে।