
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্র্যান্ডোর জন্ম যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহায় ১৯২৪ সালের এই দিনে। পিতার নামও মার্লোন ব্র্যান্ডো হওয়ায় তাকে মার্লোন ব্র্যান্ডো জুনিয়র হিসেবে ডাকা হতো। গডফাদার, এ স্ট্রিটকার নেইম্ড ডিজায়ার, অন দি ওয়াটারফ্রন্ট, মিউটিনি অন দ্য বাউন্টি, অ্যাপোক্যালিপস নাউসহ বিখ্যাত সব চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এখনো তিনি বিশ্বের কোটি দর্শকের হৃদয়ে অম্লান হয়ে আছেন। তার প্রজন্মের তরুণ অভিনেতাদের ওপর তার ছিল বিশাল প্রভাব। জীবদ্দশায় ব্রান্ডো ছিলেন ‘জীবন্ত কিংবদন্তি’। ক্যালিফোর্নিয়ায় ২০০৪ সালের ১ জুলাই বিশ্বমাপের অভিনেতার জীবনাবসান ঘটে।