
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকার বিখ্যাত মসলিন শাড়ির কথা সবাই জানেন। যে মসলিন অপেক্ষাকৃত কম মসৃণ এবং নানারকম কারুকাজ করা সেটিকেই ডাকা হতো জামদানি। মোগল ও কোম্পানি আমলে মুসলিম জোলা শ্রেণির তাঁত বয়নকারীরা যে এলাকায় জামদানি প্রস্তুত ও বাজারজাত করত, সেই এলাকার নাম হয় জামদানিনগর। ১৯২২ সালে ঢাকা পৌরসভাকে মাত্র ২৫০ টাকা দান করে জামদানিনগর নামটি বিলুপ্ত করে এর নতুন নামকরণ করা হয় হরিপ্রসন্ন মিত্র রোড। বর্তমানে ঢাকার ডেমরা ও সোনারগাঁয়ে ব্যাপক হারে জামদানি প্রস্তুত হয়ে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)