ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ ১৯২৮ সালের ২৮ আগস্ট ময়মনসিংহ জেলার গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সেতারবাদক ওস্তাদ এনায়েত খাঁ। ওস্তাদ বিলায়েতের দাদু ইমদাদ খানও ছিলেন খ্যাতনামা সংগীতজ্ঞ। ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিখ্যাত সেতারবাদক। তিনি ছিলেন উন্নত হস্তকৌশলের অধিকারী সেতারবাদক, নতুন সেতারবাজ এবং নতুন ধরনের সেতারের আবিষ্কারক। তিনি ২০০৪ সালের ১৩ মার্চ মৃত্যুবরণ করেন।