প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৪৭ সালের এই দিনে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসাবেই তিনি বিশ্বে সর্বাধিক পরিচিত। বাকপ্রতিবন্ধী-দের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে গবেষণার কারণে তাকে ‘দ্য ফাদার অফ দ্য ডিফ’ নামে ডাকা হতো। তিনি ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।